দুর্নীতি থেকে এখন পরিত্রাণ চাইছে সাঁকরাইলের মানুষ: প্রভাকর পণ্ডিত

ডেস্ক: সাঁকরাইলে অবস্থা খুবই খারাব। চার দিকে শুধু দুর্নীতি আছে। কাটমানি ছাড়া কোনো কাজ হচ্ছে না। এই সব বন্ধ করতে হবে। এমন কি গরিব মানুষের ১০০ দিনের কাজেও দুর্নীতি হচ্ছে এই নিয়ে চতুর দিকে দুর্নীতি গ্রস্ত ভরে গেছে। সারা বাংলা তাই সাধারণ মানুষ চাইছে এর থেকে এখন পরিত্রাণ। এই কথাটি বৃহস্পতিবার সাঁকরাইল মিল মাঠে যোগী আদিত্যনাথের সভার পর বিজেপি প্রার্থী প্রভাকর পণ্ডিত বলেছেন।

পণ্ডিত বলেছেন, আমার বিধানসভায় অনেক পঞ্চায়েতে নিকাশের ব্যবস্থা নেই, বিজেপি সরকারে এলে, সেই নিকাশের ব্যবস্থা ঠিক হবে । রাস্তাঘাট বিভিন্ন জায়গায় তৈরি হয়নি সেগুলো তৈরি হবে । যে ব্রিজ এখনো আটকে আছে সেই ব্রিজ আমরা এলে সম্পূর্ণ করব।