সাঁকরাইল এ শিক্ষা ব্যবস্থার সঠিক পরিকাঠামো গঠন করতে চান প্রভাকর পন্ডিত

ডেস্ক: 174 সাঁকরাইল বিধানসভার বিজেপির প্রার্থী প্রভাকর পন্ডিত একটি নির্বাচনী প্রচার সভার শেষে সাংবাদিকদের কাছে রাজ্য সহ এলাকার নুইয়ে পড়ে শিক্ষাব্যবস্থার ঘোর নিন্দা করেন। তিনি বলেন সাঁকরাইল এলাকাতে একটিমাত্র যে কলেজ আছে (Seacom Engineering College) সেটি বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতিতে পৌঁছে গেছে অন্য কোনো ভালো কলেজে এই অঞ্চলে নেই।

এছাড়া সরকারি স্কুলগুলিতে সঠিক সুবিধা পাওয়া মুশকিল, সেখানে শিক্ষাব্যবস্থা সুগঠিত না।
ছাত্র-ছাত্রীরা সঠিক গাইডেন্স পাচ্ছে না।

এতদিন শিক্ষা ব্যাবস্থা কে উপেক্ষা করা হয়ছে। আগামী দিনে এই পরিবর্তনের কথা মাথায় রেখে আমদের এগিয়ে চলতে হবে।
প্রতিটি শিশু যেনো নিম্নতম শিক্ষার অধিকারী হয়।

ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই ফতেয়া জারি করা হয়েছে যে – প্রতিটি ভূমিহীন কৃষক সন্তান ও মেয়েদের জন্য বিনা মূল্যে KG থেকে PG পর্যন্ত শিক্ষা ব্যাবস্থা করে দেওয়া হবে।

তিনি বলেন, সাঁকরাইল এলাকাবাসী বৃন্দ যদি আমাদের বিধানসভা নির্বাচনে জয়যুক্ত করেন, তাহলে আমরা সঠিক শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো গঠন করতে সফল হব।