খণ্ডঘোষ সহ রাজ্যে 200-র বেশি সীট জিতছে বিজেপি : বিজন মণ্ডল

স্ক. মোদিজী 1 বছর আগে টার্গেট দিয়ে গেছিলেন, ‘এবার 200-র পার’। তাই পশ্চিমবঙ্গে এবার বিজেপি ক্ষমতায় আসছে, এটা জলের মত পরিষ্কার। 4 দফায় নির্বাচন হয়ে গেছে। যারা রাজনৈতিক বিশ্লেষক, তারা বিভিন্ন তথ্য নিয়ে বলছে, যে বিজেপি দু’শোর বেশি সীট নিয়ে ক্ষমতায় আসছে। অমিতজী ভারতবর্ষের চাণক্য, সে চাণক্যের কথা বিফল হতে পারে না। তার একটা ছোট সৈনিক হয় অবশ্য আমাদের দিলীপ দার হাতে, মোদিজীর হাতে এই খণ্ডঘোষ বিধানসভা তুলে দিতে পারি, সেটাই আমাদের জন্য বড় প্রাপ্তি। একটি সাক্ষাৎকারে এই কথা বললেন পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ বিধানসভার বিজেপি প্রার্থী বিজন মন্ডল।

কিছু জায়গায় তৃণমূলের গুন্ডারা প্রচারে বাধা দিয়েছিল

প্রচারে বাধার সৃষ্টি সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, বিভিন্ন জায়গায় দেখা গেছে, কিছু এলাকায় যেখানে তৃণমূলের যারা গুন্ডা প্রকৃতির, তারা আমাদের প্রচারকে বাধার সৃষ্টি করার চেষ্টা করে। আমি আইনি যে সমস্ত সাহায্য নেওয়া দরকার সে সমস্ত নিয়েছি। নির্বাচন কমিশনকে জানিয়েছে।

সাংগঠনিক কর্মীরা বিভিন্ন জায়গায় প্রচার করছে। 341 বুথে আমার এজেন্ট তৈরি হয়ে গেছে। মানুষ এতদিন যে ভোট দিতে পারিনি সে ভোট দিতে পারবে। তার কারণ দিদির পুলিশ এবার ভোট করাচ্ছে না। ভোট করাচ্ছে দাদার পুলিশ । তাই বাংলায় এবার বিজেপি ক্ষমতায় আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *