জনগণকে সজাগ হতে হবে রাজ্যের পরিস্থিতি জাগাতে হলে: মানিক রায়
রাজ্যে শিল্প ও চাকরি ব্যবস্থা কতটা সংকটজনক পরিস্থিতি তে আছে সে বিষয়ে অল্প বিস্তর আমরা সকলেই জানি।
বর্তমানে আমাদের রাজ্যে যে সৈরাচারী শাসব্যবস্থা চলছে তার থেকে সাধারণ মানুষ কোনো প্রকার সুযোগ সুবিধা পাচ্ছে না।
দুর্নীতিগ্রস্থ হয়ে পড়েছে শিক্ষা ও চাকরি প্রতিষ্ঠান।
যেখানে লেখাপড়া শেষ করার পর ও শিক্ষিত ছেলে মেয়েরা যোগ্য চাকরি পাচ্ছে না।
লক্ষ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে তাদের চাকরি নিশ্চিত হচ্ছে না।
একজন শিক্ষক হিসাবে এ বিষয়ে হতাশা জানান রায়না বিধানসভার বিজেপি প্রার্থী মানিক রায়।
প্রচার সভা শেষে এক সাক্ষাৎকারে তিনি জনসম্মুখে রাজ্যের দুর্নীতিগ্রস্থ শাসনব্যবস্থাকে লাঞ্ছিত করে জানান, আমাদের রাজ্যে শিক্ষা ও চাকরি ক্ষেত্র দিন দিন অবনতির দিকে অগ্রসর হচ্ছে, রাজ্যে বেকারত্ব বাড়ছে, শিল্প প্রযুক্তি আসছে না।
বর্তমান রাজ্য সরকার বরাবরই এদিকে উদাসীন থেকেছে।
যুব সমাজ এর বিরুদ্ধে আওয়াজ তুললে দমিয়ে দেওয়া হচ্ছে তাদের।
জনগণকে সজাগ হতে হবে রাজ্যের পরিস্থিতি জাগাতে হলে।