বাংলায় শুরু হবে এন্টি-রোমিও স্কোয়াড: বিজন মন্ডল
ডেস্ক. বাংলায় ‘রোমিওগিরি’ বন্ধ করার উদ্দেশ্যে ইউপি রাজ্যের মত প্রচলন হতে চলেছে পশ্চিমবঙ্গে এন্টি-রোমিও স্কোয়াড।
এমন কিছুই চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছেন খণ্ডঘোষের বিজেপি প্রার্থী বিজন মন্ডল। তার বক্তব্য অনুসারে, মেয়েদের স্কুলের আশেপাশে ঘুরে বেড়ানো রোমিওদের রুখতে তৈরি করা হবে অ্যান্টি রোমিও স্কোয়াড।’ এই মন্তব্যকে কেন্দ্র করে চলছে তোলপাড়।
উত্তরপ্রদেশে অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরি নিয়ে উঠেছিল বিতর্কের ঝড়। এবার বাংলার ‘রোমিও’-দের জন্যও বিশেষ বার্তা দিলেন বিজন মন্ডল।
দীর্ঘ ৩৪ বছরে বাম সরকার ও ১০ বছরের তৃণমূল সরকারের আমলে কোন উন্নয়ন হয়নি বাংলায়।
নারী সুরক্ষাকে প্রাধান্য দেওয়া হয়নি এত দিন যাবৎ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কারণে এই রাজ্যের সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে বিভিন্ন কেন্দ্র সরকারের প্রকল্প থেকে। একমাত্র BJP সরকার পারে এই রাজ্যের বিকাশ ঘটাতে।