বেলুড়মঠে পালিত হলো দোল উৎসব

ডেস্ক: প্রত্যেক বারের মতো রীতি মেনেই আজ বেলুড়মঠে দোল উৎসব পালন করা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ দেবের মঙ্গল আরতির পর সূচনা হয় অনুষ্ঠানের। শ্রী চৈতন্য দেবের প্রতিকৃতির পায়ে আবির দিয়ে প্রণাম জানিয়ে মঠের সন্ন্যাসী, মহারাজ ও ভক্তরা নিজেদের মধ্যে আবির খেলায় মেতে ওঠেন। তারপর খোল করতাল বাজিয়ে মঠ প্রদক্ষিণ করেন , ওই ধ্বনিতে সবাই মেতে ওঠে আনন্দে। সব শেষে হয়ে মিষ্টিমুখ।

কলকাতার বিভিন্ন স্থানে বসন্ত উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। কলকাতার ইস্কনের মন্দিরে সারাদিন চলবে প্রভুর নাম সংকীর্তন।
কলকাতার বুকে একটুকরো শান্তিনিকেতনেও পালিত হল বসন্ত উৎসব।
সব মিলিয়ে নাচে- গানে ,নানান রঙে মেতে উঠেছে গোটা বিশ্ব