সাঁকরাইল থেকে বিধানসভায় যাচ্ছেন প্রভাকর পণ্ডিত : মিঠুন চক্রবর্তী

ডেস্ক: অভিনেতা মিঠুন চক্রবর্তী কে বৃহস্পতিবার হাওড়ায় ভোট প্রচার করতে দেখা গেছে । এদিন সাঁকরাইলের বিজেপি প্রার্থী প্রভাকার পন্ডিতের সমর্থনে হওয়া মিছিলে যোগ দিয়েছিলেন তিনি। তিনি বললেন সাঁকরাইল থেকে বিধানসভায় যাচ্ছেন প্রভাকর পণ্ডিত।
১২টা নাগাদ হেলিকপ্টারে চড়ে পৌঁছেছিলেন সভামঞ্চে। প্রচার মাঠ থেকে গেরুয়া প্রার্থীর সঙ্গেই প্রচারে বেরোন মিঠুন। তাঁকে দেখতে ভিড় জমিয়েছিলেন অনেকেই। মিঠুনের সমর্থনে করোনার বিধি ভুলে রাস্তায় গেরুয়া রঙে মেতে সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের মানুষ। শুধু তাই নয় মিঠুনের ডিস্কো ডান্সার গানও বেজেছে এলাকায়। এদিনের সভায় উপস্থিত ছিলেন সদ্য তৃণমূল থেকে BJP-তে আসা বিধায়ক শীতল কুমার সর্দার। গরমের তোয়াক্কা না করেই আট থেকে আশি সকলেই রাস্তায় জমায়েত করেছিল এদিন। তাঁকে সামনে থেকে দেখতে পেয়ে আনন্দিত এলাকাবাসী। তবে ভোট বাক্সে মিঠুন ম্যাজিকের কতটা প্রতিফলন দেখা যাবে, সেই জবাব মিলবে ২ এপ্রিল।
মিঠুন চক্রবর্তীর কথায়, ‘রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সন্ত্রাসমুক্ত হবে বাংলা। শান্তির পরিবেশ তৈরি হবে রাজ্যজুড়ে।’ পাশাপাশি বিজেপি সরকার ক্ষমতায় এলে চা বাগানের শ্রমিকদের মজুরিবৃদ্ধি সহ একাধিক উন্নয়নমূলক কাজের আশ্বাস দেন তিনি।
রোড শো’র মুখে মিঠুন বলেন, ‘আমি হাইভোল্টেজ তারকা নই। একটাই কথা বলব, বাংলার সঙ্গে আমার সম্পর্ক হৃদয়ের।’ বহিরাগত তকমাকে নস্যাৎ করতে মিঠুনের এই বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।