১১১ ফুট উচ্চতার দূর্গা !

ডেস্ক: আর হাতে গোনা কয়েকটা মাসের অপেক্ষা। তার পরেই আপামর বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় মেতে উঠবেন বঙ্গবাসী। কলকাতা বা শহরতলির পুজোগুলিতে প্রতিমা তৈরি নিয়ে আপাতত ব্যস্ততার সময় আসেনি এখনও। তবে বিদেশে প্রতিমা পাঠানোর জন্য ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।

এবার বাংলার নদীয়া জেলার কামালপুর এলাকায় তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু দুর্গা প্রতিমা। বিশ্বের সবচেয়ে উচ্চতা বিশিষ্ট এই দুর্গা প্রতিমাটির উচ্চতা হবে ১১১ ফুট। ১২ জন ভাস্কর সহ অনেক শ্রমিক সারা দিনরাত কাজ করছেন এই প্রতিমাটি তৈরি করার জন্য। প্রতিমার মৌলিক কাঠামো তৈরিতে ছয় হাজারের বেশি বাঁশ ব্যবহার করা হচ্ছে। এই প্রতিমা তৈরি করতে খরচ হবে প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকা কিংবা তারও বেশি।

প্রসঙ্গত, বাংলা নববর্ষ থেকেই প্রতিমা নির্মাণের কাজ শুরু করে দিয়েছিলেন শিল্পীরা। ১১১ ফুট উচ্চতা বিশিষ্ট এই দুর্গা মূর্তির উপরের স্তরটি হবে ফাইবার দিয়ে তৈরি। এই দেবী মূর্তির সবচেয়ে বড় বিশেষত্ব হলো তার উচ্চতা। ইতিমধ্যেই দুর্গা প্রতিমা তৈরীর প্রাথমিক পর্যায়ের কাজ শেষ হয়েছে। এবার শুরু হবে ফাইবার দিয়ে কাজ। দেবী দুর্গার সম্পূর্ণ রূপ দানের পর তার উচ্চতা আরো কিছুটা বাড়বে বলে মত মৃৎশিল্পীদের।

জানা গিয়েছে যে, এলাকারই প্রায় দুই বিঘা জমির উপর বাঁশের প্যান্ডেল তৈরি করে ১২ জন মেথ শিল্পীর হাতে নিপুণতার সঙ্গে গড়ে তোলা হচ্ছে বাংলার সবচেয়ে উচ্চতম দুর্গা প্রতিমা। ইতিমধ্যে কলকাতায় সবচেয়ে বেশি উচ্চতা বিশিষ্ট দূর্গা প্রতিমা তৈরি হয়েছিল। যার উচ্চতা ছিল ৮৮ ফুট। এবার কলকাতাকে টেক্কা দিতে চলেছেন নদীয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *