২০০০টাকার বেশি UPI লেনদেনে দিতে হবে ট্যাক্স ?

ডেস্ক: UPI পেমেন্টের ওপর কী ট্যাক্স প্রযোজ্য হবে: সরকার স্পষ্ট করে জানিয়েছে যে, ২,০০০ টাকার ওপরে UPI লেনদেনের ওপর GST আরোপের কথা বিবেচনা করা হচ্ছে না। অর্থাৎ, সরকার ২,০০০ টাকার ওপরে UPI লেনদেনের ওপর পণ্য ও পরিষেবা কর (GST) আরোপের কথা বিবেচনা করছে বলে যে গুজব প্রকাশিত হচ্ছে তার পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রক জানিয়েছে যে এগুলি সম্পূর্ণ মিথ্যে, বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন। ইতিমধ্যেই মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, “বর্তমানে সরকারের সামনে এমন কোনও প্রস্তাব নেই।”
জানিয়ে রাখি যে, মার্চেন্ট ডিসকাউন্ট রেট -এর মতো কিছু নির্দিষ্ট চার্জের ওপর GST আরোপ করা হয়। অর্থাৎ সোজা কোথায় বলতে গেলে সরকার আদৌ ২,০০০ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে কোনও ট্যাক্স আরোপ করছেনা। বরং, সরকার UPI এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

জানিয়ে রাখি যে, Board of Direct Taxes (CBDT) ২০২০ সালের জানুয়ারি থেকে গ্রাহক থেকে মার্চেন্টদের মধ্যে (P2M) UPI লেনদেনের ওপর MDR অপসারণ করেছে। মন্ত্রক জানিয়েছে, “যেহেতু বর্তমানে UPI লেনদেনের ওপর কোনও MDR ধার্য করা হয় না, তাই এই লেনদেনের ওপর কোনও GST প্রযোজ্য নয়।” উল্লেখ্য যে, UPI লেনদেন দ্রুত বৃদ্ধি পেয়েছে। ২০১৯-২০ অর্থবর্ষে এটি ২১.৩ লক্ষ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০২৫ সালের মার্চ নাগাদ ২৬০.৫৬ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। মন্ত্রক আরও বলেছে যে সরকার UPI-এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

কতজন ব্যবহারকারী UPI ব্যবহার করেন: সময়ের সাথে পাল্লা দিয়ে UPI লেনদেন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যে কারণে ভারতের UPI এখন বিশ্বের একাধিক দেশে অর্থ প্রদানের জন্য ব্যবহৃত হচ্ছে। ২০১৯-২০ অর্থবর্ষে এটি ছিল ২১.৩ লক্ষ কোটি টাকা। যা ২০২৫ সালের মার্চ নাগাদ বেড়ে ২৬০.৫৬ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। মানুষ এখন নগদের পরিবর্তে UPI-এর মাধ্যমে অর্থপ্রদান করতেই পছন্দ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *