ডেস্ক: সোশ্যাল মিডিয়া এমন একটি মাধ্যম যেখানে আমরা জাস্ট একটা সোইপে পেয়ে যাই গোটা দুনিয়ার খবর। সোশ্যাল মিডিয়ার সব থেকে বিতর্কে থাকা অ্যাপ হলো টুইটার। বিশ্বের প্রায় প্রতিটি গণ্যমান্য ব্যক্তিরা সক্রিয় থাকেন টুইটারে। প্রতি মুহূর্ত দিতে থাকেন আপডেট।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নিয়মিত অ্যাক্টিভ থাকেন টুইটারে। তার টুইটার ফলোয়ারস্ ছয় মিলিয়নে পৌঁছেছে বর্তমানে। এবং তিনি ফলিং লিস্টে আছেন 33 জন ব্যক্তিত্ব।
কিন্তু এই ফলো লিস্টে দেখা গেলো এক অদ্ভুত বিষয়। বিজেপির তিন নেতৃত্ব কে ফলো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন রাজনাথ সিং, পীযূষ গোয়েল ও সুষমা স্বরাজ ( তিঁনি বর্তমানে আমাদের মধ্যে নেই, তাঁর অ্যাকাউন্টটি ব্যবহার করছেন তাঁর স্বামী) কিন্তু ফলো লিস্টে নেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে PMO India র অ্যাকাউন্ট টি ফলো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এছাড়াও তিনি ফলো করছেন নবীন পটনায়ক, অরবিন্দ কেজরিওয়াল, এম কে স্টালিন, অখিলেশ যাদব, লালু প্রসাদ যাদব, নীতীশ কুমার, রাজনাথ কোবিন্দ, রাহুল গান্ধী, অমিতাভ বচ্চন, শাহরুখ খান সহ আরও অনেক ব্যক্তিত্বকে।
যদি রাজনৈতীক বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক ক্ষেত্রে এমন সচরাচর হতেই থাকে। সাধারণ তথ্য প্রাপ্ত করার জন্য একটি দল ওপর দলকে ফলো করে।