ডেস্ক : বিজেপির সর্বভারতীয় সভাপতির মেয়াদ বাড়ানোর পরে প্রথম বঙ্গ সফরে জেপি নাড্ডা। বুধবারেই কলকাতায় এসেছেন তিনি। বৃহস্পতিবার সকালে বাঙালি সংস্কৃতি মেনে নাড্ডাকে সম্বর্ধনা দেবে রাজ্যে বিজেপি নেতৃত্ব।
কলকাতা থেকে হেলিকপ্টারে করে মায়াপুরে যাবেন তিনি , ইস্কনে মন্দির দর্শন করার পর প্রসাদ খাওয়ার কথা রয়েছে। তারপর সড়কপথে নদিয়ার বেথুয়াডহরীতে যাবেন তিনি। সেখানে দলের জনসম্পর্ক যাত্রায় যোগ দেবেন। কর্মসূচির শেষে নদিয়ার উত্তর সাংগঠনিক জেলা নেতৃত্বের সাথে বৈঠক করবেন।
২০২৪ এর জুন পর্যন্ত বিজেপির সর্বভারতীয় সভাপতির পদে মেয়াদ বৃদ্ধির পর দ্বিতীয় ইনিংসের শুরুটা বাংলা দিয়েই করছেন জেপি নাড্ডা। এরাজ্যে একগুচ্ছ কর্মসূচি রয়েছে ওনার। তাহলে কি ,পঞ্চায়েত ভোটের পাশাপাশি বাংলায় লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিচ্ছে বিজেপি?
বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, কৃষ্ণনগর লোকসভা সফর করবেন। শুধুমাত্র কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রের কার্যকর্তারা এই সভায় উপস্থিত থাকবেন।
এই সফরে কটাক্ষ করে বলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন, ‘পরিযায়ী পাখিরা আসবেন , নিজের দলকে জেতাতে পারেননা।’
বৃহস্পতিবার বিকালেই কলকাতা ছাড়বেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।