ডেস্ক: বিজেপি সরকারের মেয়াদ শেষ। আজ বিধানসভা ভোট ত্রিপুরায়। ‘নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সবরকম পদক্ষেপ করা হয়েছে’, জানিয়েছে নির্বাচন কমিশন। ২ মার্চ ফলাফল ঘোষণা হবে।
ত্রিপুরায় ভোটের লাইনে দেখা গেল বহু বয়স্ক ভোটারকে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এবার শতায়ু ভোটারের সংখ্যা ৭৬৬। ৮০ ঊর্ধ্ব ভোটার রয়েছেন প্রায় ৩৮ হাজার। নতুন ভোটারের সংখ্যা ৯৪ হাজার, যাদের বয়স ১৮-১৯-এর মধ্যে। নতুনদের পাশাপাশি, বয়স্ক ভোটাররাও এবার ত্রিপুরায় অন্যতম ভোট ফ্যাক্টর।
ত্রিপুরায় ৬০টি বিধানসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন দলের মোট ২৫৯ জন প্রার্থী। মোট বুথের সংখ্যা ৩ হাজার ৩৩৭। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে সব কটি কেন্দ্রেই। নজরকাড়া প্রার্থীদের মধ্যে রয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মাস সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।
ত্রিপুরার ভোটে এবার তৃণমূল প্রার্থীও রয়েছে। ক’টি আসনে? ২২। শুধু তাই নয়, নির্বাচনী ইস্তেহারে বাংলার মতোই ত্রিপুরায়ও মহিলাদের জন্য একাধিক প্রকল্প চালু প্রতিশ্রুতি দিয়েছে এ রাজ্যের শাসকদল। যেমন লক্ষ্মীর ভাণ্ডার, প্রাপ্তবয়ষ্ক মহিলাদের বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকা অনুদান। এমনকী, সবুজ সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো প্রকল্পেরও উল্লেখ রয়েছে তৃণমূলের ইস্তেহারে।