ডেস্ক: সংঘাতের আবহেই রাজ্যের শিক্ষা দফতরের জন্য বড় অঙ্কের অর্থ অনুমোদন করল কেন্দ্র। ২০২৩-’২৪ শিক্ষাবর্ষে সমগ্র শিক্ষা বিষয়ের জন্য ২ হাজার ৬৫০ কোটি টাকা মঞ্জুর করল কেন্দ্রীয় সরকার। চলতি বছরের জুন মাস থেকে কিস্তিতে টাকা জমা পড়বে বলে জানা গিয়েছে।
স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্যও বাড়তি ২৪৮ কোটি টাকা অনুমোদন করেছে কেন্দ্র। জুনের মধ্যেই প্রথম দফার টাকা আসবে রাজ্যে। স্কুল শিক্ষা দফতর সূত্রে এই খবর মিলেছে। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তার জন্য ইতিমধ্যেই টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্য সরকার। তাই টাকা এলে জোরকদমে কাজ শুরু হবে বলে আশাবাদী রাজ্য শিক্ষা দফতর।
রাজ্য সরকারের একটি সূত্র জানাচ্ছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে এই অনুমোদন মিলেছে। যদিও পরিকাঠামো উন্নয়ন খাতে যে ২৪৮ কোটির অনুমোদন মিলেছে, তার ৬০ শতাংশ দেবে কেন্দ্র, রাজ্যকে বহন করতে হবে ৪০ শতাংশ। শনিবার রাজ্যের কাছে অনুমোদনের চিঠি পৌঁছচ্ছে।
প্রাপ্য বকেয়া নিয়ে গত কয়েক মাস ধরেই কেন্দ্র-রাজ্য সংঘাত চলছিল। ইচ্ছাকৃত ভাবে কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছিল বলে অভিযোগ করছিল রাজ্য সরকার। নিয়োগ দুর্নীতিতে একের পর এক তৃণমূল নেতার নাম জড়ানোর পর সেই নিয়ে সরব হয় বিজেপি-ও। কেন্দ্রকে চিঠি লিখে টাকা না দেওয়ার আর্জি জানিয়েছেন বলে প্রকাশ্যে নিজেরাই দাবি করতে শুরু করেন রাজ্য বিজেপি-র নেতারা। প্রাপ্য বকেয়া নিয়ে গত কয়েক মাস ধরেই কেন্দ্র-রাজ্য সংঘাত চলছিল।
সেই নিয়ে লাগাতার পারদ চড়ছিল দুই তরফে। বিজেপি-র অভিযোগ ছিল, কোন খাতে কত খরচ হচ্ছে, তা নিয়ে রাজ্যের তরফে কোনও হিসেব দেওয়া হয় না কেন্দ্রকে। রাজ্যের তরফে যদিও সেই অভিযোগ খারিজ করে দেওয়া হয়। সেই টানাপোড়েনের মধ্যেই শিক্ষাখাতে রাজ্যের জন্য বিপুল অর্থে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। তাহলে কি সংঘাত পেরিয়ে সৌহার্দ্যের পথে হাঁটতে চাইছে দুই পক্ষ ??