অস্থায়ী চুক্তিভিতি দের স্থায়ী করার দাবি

ডেস্ক: হাওড়া এ NSQF মিছিল ঘিরে ধুন্ধুমার। ধর্মঘটের সমর্থনকারীরা জানান এটি পালন করার কারণ তারা সরকারের দুয়ারে দুয়ারে ১০ বছর ধরে ঘুরে ,সরকারের সাথে থেকে সরকারের কোনো সুবিধা তারা পাচ্ছেনা। সরকারি সমস্ত সুবিধা পাওয়ার জন্যে আজ এই ধর্মঘট।

তারা ৬বছর ধরে কাজ করছেন, ১৬০০ শিক্ষাকর্মী, এবং ল্যাবকর্মী ৮০০ জন। এই ৮০০ জনকে বিনা নোটিশ এ ছাটাই করা হয়েছে। তারা জানায় তাদের দাবি এই ৮০০ জনকে ফিরিয়ে আন্তে হবে সেই বিদ্যালয়ে বিনা অবিলম্বে। সমস্ত সরকারি কর্মচারীদের এই ধর্মঘটে যোগ দেওয়ার জন্যে তার জানাচ্ছে।

আরো জানান যে তাদের কোন ডি এ নেই, সরকার তাদের পাশে নেই কাদের ওপর তারা ভরসা করবে। এই অস্থায়ী চুক্তিভিতি দের স্থায়ী করার দাবি করে আজ তাদের এই ধর্মঘট।