ডেস্ক: ফের বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা ঘটে। ১২ ই মার্চ শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ ট্রেনটি যখন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে হাওড়ার দিকে আসছিল সেই সময় ফারাক্কা ব্রিজের ওপর কে বা কারা ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছোড়ে।
পাথর লাগে ট্রেনটির সি ১৩ কোচে। পাথরের আঘাতে ট্রেনটির জানলার কাঁচ ভেঙে যায়। বড় গর্ত হয়ে যায়। এই ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
ট্রেনটি রাত সাড়ে দশটা নাগাদ হাওড়া স্টেশনে ঢুকলে যাত্রীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বারবার এই ট্রেনের ওপর হামলার ঘটনায় তারা আতঙ্কিত। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন গোটা ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ঘটনাটি তদন্ত করা হবে। এর পাশাপাশি এই ধরনের হামলা যাতে না হয় সে ব্যাপারে মানুষকে সচেতন করা হবে।