অস্কার পেল “নাটু নাটু”
‘ডেস্ক: আর আর আর’ ছবির হাত ধরে ফের বিশ্বের দরবারে গর্বিত ভারত। ‘গোল্ডেন গ্লোব’ পাওয়ার পর এবার ‘৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে ‘বেস্ট অরিজিন্যাল সং’ বিভাগে ‘নাটু নাটু’ সেরার শিরোপা পেল।
আন্তর্জাতিক স্তরে এটি তৃতীয় বড় স্বীকৃতি পেল চার্টবাস্টার ‘নাটু নাটু’। এম এম কীরাবাণীর সঙ্গীত পরিচালনায়, চন্দ্রবোসের লেখায় এই গান ভারতীয় দর্শকের মন জয় করেছে মুক্তির পরই। এবার একে একে গোল্ডেন গ্লোব, ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডের পর এবার অস্কার পেল ‘নাটু নাটু’। প্রসঙ্গত, ‘নাটু নাটু’ গানের দুই তারকা গায়ক রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব লাইভ পারফর্মও করেন এদিনের অস্কারের মঞ্চে। তাঁদের পারফর্ম্যান্স ঘোষণা করেন একমাত্র ভারতীয় উপস্থাপক দীপিকা পাড়ুকোন।
আর আর আর’ অর্থাৎ ‘রাইজ রোর রিভোল্ট’। এই ছবি তৈরি হয় ভারতের স্বাধীনতা পূর্ববর্তী প্রেক্ষাপটে। দুই রিয়েল লাইফ হিরোর জীবনের ওপর ভিত্তি করে তৈরি একটি কল্প ছবি। অল্লুরি সীতারামা রাজু ও কোমারাম ভীম, দুই বাস্তব হিরোর জীবনের ওপর নির্ভর করে তৈরি এই ছবি। এদিন অস্কার নিতে মঞ্চে ওঠেন সঙ্গীত পরিচালক এম এম কীরাবাণী।