ডেস্ক: হাওড়ায় ১৬ নং জাতীয় সড়কে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। সরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ প্রাইভেট গাড়ির। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। দুর্ঘটনায় আরও তিনজন বাস যাত্রী আহত হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার ফলে যানজট সৃষ্টি হয় জাতীয় সড়কে। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকাল সাড়ে ৮ টা নাগাদ হাবড়া দিঘা রুটের একটি সরকারি বাস দ্রুত গতিতে হাবড়া থেকে দিঘার দিকে যাচ্ছিল।
যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটো দিকে লেনে চলে আসে। সেই সময় উলটোদিকের লেনে কলকাতা অভিমুখে যাওয়া একটি চারচাকা গাড়ির সঙ্গে সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাইভেট গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে সরকারি বাসের সামনে আটকে যায় । চারচাকা গাড়িতে চালক সহ ৩ জন ছিল বলে জানা গিয়েছে। ঘটনাস্থলেই ৩ জনেরই মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় মানুষরা খবর দেন থানায়। দুর্ঘটনায় পর দ্রুত ঘটনার তলে পৌঁছয় বাগনান থানার বিশাল পুলিশ বাহিনী। প্রথমে ক্রেন এনে রাস্তা থেকে ঘাতক বাসটিকে সরানোর ব্যবস্থা করা হয়। দুর্ঘটনায় ৩ জন বাসযাত্রী আহত হয়েছে। তাঁদের উদ্ধার করে বাগনান ও উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনায় প্রাইভেট গাড়িটি এতটাই দুমড়ে মুচড়ে গিয়েছিল যে সেই গাড়ি থেকে মৃতদেহগুলিকে বের করা যাচ্ছিল না। পরে পুলিশ গ্যাস কাটার দিয়ে মৃতদেহ বার করার চেষ্টা করে। ঘটনার পরে ঘন্টাখানে কেটে গেল মৃতদেহ বার করতে পারিনি পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতদেহ পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের কলকাতামুখী লেনে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রসঙ্গত, হাওড়া ১৬ নং জাতীয় সড়কের উপর একের পর এক দুর্ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। অনিয়ন্ত্রিত যান চলাচলের কারণেই এরকম দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। উল্লেখ্য, গত নভেম্বর মাসেই একটি স্কুল পড়ুয়াদের পুলকার দুর্ঘটনাগ্রস্ত হয়। ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়া কুশবেড়িয়ার কাছে পুলকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক পোষ্টে ধাক্কা মারে। দুর্ঘটনায় পুলকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হয়।