মোদি পদবী নিয়ে মন্তব্যে দোষী সাব্যস্ত কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী

ডেস্ক: মোদি পদবী নিয়ে মন্তব্যে দোষী সাব্যস্ত কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী । ২০১৯ সালের মানহানি মামলায় দোষী সাব্যস্ত রাহুল। বৃহস্পতিবার রায় শোনাল গুজরাতের সুরতের জেলা আদালত। কড়া নিরাপত্তায় এ দিন সকালে আদালতে পৌঁছন রাহুল। তাঁর উপস্থিতিতেই রায় শোনাল আদালত। আদালত রাহুলকে দু’বছরের সাজা শোনায়। তাতে সাংসদ পদ খোয়াতে পারতেন রাহুল।

সাজা কমানোর আবেদন জানিয়েছিলেন রাহুল নিজেও। তাঁর মন্তব্যে কারও ক্ষতি হয়নি বলে আদালতে দাবি করেন তিনি। যদিও সেই পরিস্থিতি উপস্থিত হয়নি। আদালতে জামিনও মঞ্জুর হয়েছে রাহুলের।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাফাল দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন রাহুল। সেই সময় কর্নাটকের কোলারে প্রচারে গিয়ে বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করেন তিনি। নীরব মোদি থেকে ললিত মোদি, কোটি কোটি টাকার দুর্নীতি নিয়েও মন্তব্য করেন। সেখানে কটাক্ষের সুরে রাহুলকে বলতে শোনা যায়, “কাকতালীয় ভাবে সব চোরেদের পদবী মোদী হয় কী করে?”