চাঁদের নিচে উজ্জ্বল এক আলো , কি ওটা ?

ডেস্ক: কলকাতা সহ একাধিক জায়গা থেকে দেখা গিয়েছে এই দৃশ্য। সূর্যাস্তের পরই দেখা যায়, আধ ফালি চাঁদের ঠিক নিচে জ্বলজ্বল করছে এক আলোকবিন্দু।
সন্ধে যত গড়িয়েছে ততই ছড়িয়েছে আলোচনা। চাঁদের ঠিক নিচে ওটা কী ?
উজ্জ্বল এক আলোকবিন্দু ঘিরে তুঙ্গে উঠেছে জল্পনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গার পাশাপাশি জানা যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে যে ছবি। যা দেখার জন্যে লোক উৎসাহিত হয়ে পড়েছেন এবং তার সাথে শুরু হয়েছে জল্পনা। আসলে কী কোনও তারা, কোনও গ্রহ নাকি অন্য কিছু, মহাকাশের মহাজাগতিক আলো নিয়ে আলোচনার অন্ত নেই। ইতিমধ্যে জ্যোর্তিবিজ্ঞানীরা খতিয়ে দেখতে শুরু করেন। পরে জানা যায়, আসলে শুক্রগ্রহের আলোর ছটায় তৈরি হয়েছে ওই আলোর বিন্দু।

জ্যোর্তিবিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধে হতেই কলকাতা সহ পার্শ্ববর্তী একাধিক জায়গা থেকে দেখা গিয়েছে যে দৃশ্য। সূর্যাস্তের পরই দেখা যায়, একফালি চাঁদের ঠিক নিচে জ্বলজ্বল করছে এক আলোকবিন্দু। আসলে সেটি শুক্র গ্রহ। কলকাতার সময় অনুযায়ী ৪ টে ৪৩ থেকে ৬ টা ৮ পর্যন্ত সময়ে চাঁদ ঢেকে ফেলেছিল শুক্র গ্রহকে । যেন বলা যায়, শুক্র গ্রহের গ্রহণ হচ্ছিল। ৬ টা ৮ মিনিটের মাথায় গ্রহণ ছেড়ে তা বেরিয়ে আসে। যার পর আস্তে আস্তে আস্তে চাঁদ ও শুক্রের মধ্যে ব্যবধান কিছুটা বাড়তে শুরু করে। যার ফলেই তৈরি হয় এই আলো। অবশ্য মহাজাগতিক অদ্ভুত সুন্দর এক ঘটনা। যেটা সাধারণ মানুষ খালিচোখে দেখতে পেলেন।