ডেস্ক:’ মেক ইন ইন্ডিয়া’ তৈরির দিকে আরেক ধাপ এগনোর সিদ্ধান্ত নিল মোদি সরকার। কাস্টম ডিউটি বাড়ল ফের বেশ কিছু মেশিনে। কেন্দ্রের এই সিদ্ধান্তে এক্স-রে মেশিন এবং নন-পোর্টেবল এক্স-রে মেশিনেরও দাম বাড়তে চলেছে।
প্রায় ১৫ শতাংশ বাড়ল এই শুল্কের পরিমাণ। ১লা এপ্রিল থেকেই এই নিয়ম কার্যকর হতে চলেছে।
আগে ১০ শতাংশ বহনযোগ্য এক্স-রে মেশিন এবং নন-পোর্টেবল এক্স-রে জেনারেটর, যন্ত্রপাতি এর ওপর আমদানি শুল্ক ছিল। এবার তা বেড়ে ১৫ শতাংশ হল।