ডেস্ক: ২০০ বছর আগে পারিবারিকভাবে এই পুজোর সূচনা করা হয়েছিল। রাজ আমলের ঐতিহ্য ছড়িয়ে রয়েছে কোচবিহার জেলা জুড়ে। শুধুমাত্র স্থাপত্যের মধ্যেই নয়, বহু পুজো পার্বণের মধ্যেও রয়েছে রাজ আমলের ছাপ। কোচবিহার জেলার সদর শহরের একেবারে কাছেই অবস্থিত রাজারহাট এলাকা। এখানে আজও করা হয় ২০০ বছরের প্রাচীন বাসন্তী পুজো। দীর্ঘ প্রাচীন আমলের রীতি-প্রথা ও ঐতিহ্য মেনে প্রতিবছর এই পুজোর আয়োজন করা হয়। বংশ পরম্পরায় আজও করা হচ্ছে এই বাসন্তী পুজো।
বর্তমানে পুজোর উদ্যোক্তা পরেশ শীল জানান, “প্রায় ২০০ বছর আগে রাজ আমলে পারিবারিকভাবে এই পুজোর সূচনা করেছিলেন বাবার দাদু। তারপর কেটে গিয়েছে অনেকটা সময়। মাঝে পারিবারের আর্থিক অবস্থা কিছুটা খারাপ হয়ে যাওয়ার কারণে কয়েক বছর বন্ধ ছিল এই পুজো। তবে বিগত বেশ কয়েক বছর ধরে আবার এই পুজোর সূচনা করা হয়। আগে এই পুজো পারিবারিক পুজো থাকলেও।
বর্তমান সময়ে এলাকার প্রচুর মানুষ এই পুজোয় যোগদান করেন। বর্তমানে এই পুজোর সমস্ত দায়িত্বভার সামলান এলাকার মহিলারাই। এলাকার মহিলারা এবং স্থানীয় মানুষেরাও যোগদান করেন এই পুজোর মধ্যে।” এই পুজোর ঠাকুর হয়ে একচালা। অষ্টমীর দিনে ভোগের আয়োজন করা হয়।