ডেস্ক: ইস্টার্ন রেলওয়ে বন্দে ভারত-এর মতো ট্রেনের রক্ষণাবেক্ষণের জন্য পূর্ব ভারতের বৃহত্তম কোচিং কমপ্লেক্স তৈরি করা হল। পূর্ব রেলের ঝিল সাইডিং ডিপোতে বন্দে ভারত এক্সপ্রেসের রক্ষণাবেক্ষণ ইউনিট স্থাপন করা হয়েছে। ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা আজ এই ইউনিটের উদ্বোধন করেন।
বন্দে ভারত এক্সপ্রেসের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে এই অত্যাধুনিক কোচিং কমপ্লেক্সে। তিনতলা বিশিষ্ট এই কোচিং কমপ্লেক্সে ট্রেন ঢোকার পর বিভিন্ন তলা থেকে নিচের, মাঝারি ও ওপরের অংশ দেখা যায়। এখন পর্যন্ত শুধু প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। এটি তৈরিতে খরচ হয়েছে ১৪০ কোটি টাকা। এর পরে, এই কোচিং কমপ্লেক্সের গতিশক্তি প্রকল্পে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের কাজ করা হবে, যার জন্য 103 কোটি এবং 64 কোটি টাকা ব্যয় করা হবে।