মেসির হ্যাটট্রিক! ১০০ পার

ডেস্ক: বিশ্বকাপ জয়ের পর আবার এক বার মাইলফলক ছুঁলেন লিওনেল মেসি। কুরাসাওয়ের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে প্রথমার্ধে আর্জেন্তিনার হয়ে হ্যাটট্রিক করলেন মেসি। সেই সঙ্গে আন্তর্জাতিক কেরিয়ারের ১০০ তম গোলটিও করে ফেললেন তিনি। ডিসেম্বরের বিশ্বকাপ জয়ের পর ক্যারিবীয় দলকে ৭-০ গোলে হারাল আর্জেন্তিনা।

৩৫ এর বিশ্বজয়ী তারকা ম্যাচের ২০ মিনিটের মাথায় ডান পায়ের শটে ১০০ তম গোলটি করে ফেলেন । এই ম্যাচে হ্যাটট্রিক করে লাতিন আমেরিকার প্রথম ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোল করার নজির স্থাপন করলেন লিও। প্রথমার্ধেই মেসির হ্যাটট্রিক হয়ে যায়।

এরপর ম্যাচের ৩৩ মিনিটের মাথায় মেসি গোলরক্ষকের ডানদিকে ক্রস শটে আর্জেন্তিনার হয়ে তার ১০১ তম গোলটি করেন। তারপর ৩৭ মিনিটে তাঁর ১০২ তম গোলটি করেন । আর্জেন্তিনার জার্সিতে ১৭৪ ম্যাচ খেলে মেসির মোট গোলসংখ্যা এখন ১০২।

কোনও জাতীয় দলের হয়ে অফিসিয়াল ম্যাচে গোলের সংখ্যার নিরিখে মেসি এখন ৩ নম্বরে। প্রথম স্থানে আছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি জাতীয় দলের হয়ে ১২২ টি গোল করেছেন। তাঁর পরে দ্বিতীয় স্থানে রয়েছেন ইরানের আলি দাই। তাঁর করা গোলের সংখ্যা ১০৯।