এবার রেশনে পাবেন ১০ কেজি খাদ্য সামগ্রী , মহিলা অ্যাকাউন্টেও ঢুকবে টাকা
ডেস্ক: গোটাদেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন সাত দফার মধ্যে চার দফা নির্বাচন শেষ হয়েছে। এখনো বাকি রয়েছে তিন দফার নির্বাচন। ভোট যুদ্ধে কোনও রাজনৈতিক দলই এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। এই অবস্থায় প্রত্যেকটি রাজনৈতিক দল সাধারণ মানুষকে দিয়ে আসছে প্রতিশ্রুতি।
রেশন ব্যবস্থার মাধ্যমে সরকারের তরফে সাধারণ মানুষকে দেওয়া হয় খাদ্য সামগ্রী। বিশেষ করে করোনা মহামারীর সময় থেকে দেশের মানুষ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিনামূল্যে রেশন পেয়ে আসছেন।
এই আবহে কংগ্রেস জানাল, তারা ক্ষমতায় এলে দরিদ্রতম মানুষদের মাসে ১০ কেজি করে বিনামূল্যে রেশন দেবে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বুধবার লখনউতে বলেছেন, ‘এবার যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তবে প্রতিমাসে গরীবদের জন্য ১০ কেজি করে রেশন দেব।’ আরো জানিয়েছে যে কংগ্রেস ক্ষমতায় এলে গরীব পরিবারের মহিলাদের বছরে দেওয়া হবে এক লক্ষ টাকা করে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কংগ্রেসের এই প্রতিশ্রুতির সমালোচনা করে এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘কংগ্রেস কি জানে যে প্রতিশ্রুতি তারা দিচ্ছেন তার দাম কী হতে পারে? তারা কি কোনও দিন হিসেব করে দেখেছে যে এই স্কিমের জন্য তাদের কত টাকা খরচ করতে হবে? তারা কি এই টাকা তোলার জন্য কর বাড়িয়ে দেবে নাকি ধার নেওয়া শুরু করবে?’
মল্লিকার্জুন এদিন সাংবাদিক সম্মেলন করেন অখিলেশ যাদবের সাথে। সেখানে তিনি বলেন, ‘দেশে চতুর্থ দফার ভোট মিটেছে। ইন্ডিয়া জোট একটা শক্তিশালী জায়গায় রয়েছে। আমি দৃঢ় প্রতিজ্ঞার সঙ্গে জানাচ্ছি যে এবার নরেন্দ্র মোদীকে বিদায় জানানোর জন্য তৈরি হচ্ছে দেশ। আগামী ৪ জুন ইন্ডিয়া জোট সরকার তৈরি করবে।’