ক্ষতিকর আগুন পান / লিকুইড নাইট্রোজেন পান

ডেস্ক: ড্রাগনের মুখের আগুনের মতোই ব্যাপার, খেলেই মুখ দিয়ে ধোয়া বেড়াবে ! কিন্তু এই ধোঁয়া যে কোথা থেকে আসছে, তা নিয়ে কেউই ভাবেন না। কিন্তু সম্প্রতি এমনই আনন্দ করতে গিয়ে চরম মাসুল গুনতে হয়েছে ১২ বছরের একরত্তি মেয়েকে। আর পাঁচজনের মতো সেও খেয়েছিল ওই পান। কিন্তু খাওয়ার পর অন্যদের মতো সুখের অভিজ্ঞতা খুব কম সময়ের জন্য হয়। মুখ থেকে সাময়িক ধোঁয়া বেরিয়েছিল ঠিকই, কিন্তু তীব্র পেট ব্যথায় ভুগতে থাকেন তার পরেই। শুধু একরত্তি মেয়েটি নয়, তার পরিবারের অন্যান্য সদস্যরাও পেটে ব্যথায় ভুগছিল।
তবে মেয়েটির পেট ব্যথা চরমে ওঠে। তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়।

নারায়ণা মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল বেঙ্গালুরুর ১২ বছরের মেয়েকে । সেখানেই চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করেন। পরীক্ষার পর দেখা যায়, পেটের মধ্যে পাকস্থলীতে একটি ফুটো হয়ে গিয়েছে। সংবাদ মাধ্যমে জানিয়েছে, আর পাঁচজনের মতো সেও ধোয়া পান দেখে বেশ মজা পায়। তাই খেতে গিয়েছিল। অন্য কারওর কিন্তু এমন কোনও সমস্যা হয়নি। এই কথাও দুঃখ করে বলতে শোনা যায় একরত্তি শিশুটিকে।

প্রসঙ্গত, মেয়েটির পেটের ৪ বাই ৫ সেন্টিমিটারের একটি অংশ কেটে বাদও দিতে হয়েছে এর জেরে।

লিকুইড নাইট্রোজেন পান খেলে যা যা ক্ষতি হয়: –
বদ্ধস্থানে প্রচুর পরিমাণে ধোঁয়া নির্গত করে।
এই ধোঁয়া অভ্যন্তরীণ ত্বকের ক্ষতি করে।
শ্বাস দিয়ে ঢুকলে শ্বাসকষ্টসহ ফুসফুসের ক্ষতি হতে পারে।
ধোয়া পান পেটেরও বিভিন্ন অঙ্গের ক্ষতি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *