ডেস্ক: শেষ দফা ভোটের প্রচারে আজ কাকদ্বীপে সভা করলেন প্রধানমন্ত্রী। তারপরই আগামী ৫ বছরের জন্য আসমুদ্র হিমাচলের মানুষ কাকে বেছে নিল, তা জানা যাবে। অপেক্ষার ৪ জুন।
লোকসভা ভোটের শেষ দফার আগে, মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকায়স্থর সমর্থনে প্রচার করলেন মোদি। ১ মার্চ থেকে শুরু করে আজকের সভা নিয়ে বাংলায় ২৪টি নির্বাচনী সভা করছেন প্রধানমন্ত্রী। শেষ দফার ভোটের আগে কন্যাকুমারীতে ধ্যানমগ্ন হবেন প্রধানমন্ত্রী। আর তার আগে এটাই লোকসভা ভোটের আগে বাংলায় মোদির শেষ সভা।
প্রধানমন্ত্রী বক্তৃতা শুরু করলেন জনতা জনার্দনকে প্রণাম জানিয়ে । বললেন, ‘এবারের ভোটে নেতা নয়, নেতৃত্ব দিচ্ছে জনতা’। ফের একবার বাংলার তৃণমূল সরকারকে লাগাতার আক্রমণ শানালেন। বললেন,’বাংলার পরিচয়কে ধ্বংস করছে তৃণমূল’।
মঙ্গলবারই কলকাতায় এসে বাগবাজারে মায়ের বাড়ি ও শিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়িতে শ্রদ্ধাজ্ঞাপন ও ধ্যান করেছেন প্রধানমন্ত্রী।আর তারপর বুধবারে কাকদ্বীপে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে রামকৃষ্ণ মিশন ও ভারতসেবাশ্রম ইস্যুতে আক্রমণ করলেন। বললেন, ‘সাধুসন্তদেরও ছাড়ছে না তৃণমূল। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘকেও আক্রমণ করছে তৃণমূল। তৃণমূলের গুন্ডারা রামকৃষ্ণ মিশনেও হামলা চালাচ্ছে’।