বন্ধ হয়ে যাবে এই অ্যাপ , ২০ জুন থেকে

 

ডেস্ক: গুগল মানেই বেশ কিছু অ্যাপের সম্ভার। যার মধ্যে কিছু আমাদের রোজকার জীবনে কাজে লাগে। এবার তেমনই একটি অ্যাপের পরিষেবা বন্ধ করে দিতে চলেছে গুগল। চার বছর আগে অ্যাপটির পরিষেবা শুরু করেছিল গুগল। ২০১৮ সালে অ্যাপটিকে লঞ্চ করা হয়। কিন্তু অল্প সময়ের মধ্যেই অ্যাপের পরিষেবা বন্ধ করে দিতে উদ্যোগী হল আমেরিকান সংস্থাটি। মার্কিন টেক জায়ান্ট সংস্থাটি জানিয়েছে আগামী ২০ জুন থেকে এই অ্যাপ আর প্লে স্টোরে পাওয়া যাবে না।

গুগল তাদের অফিসিয়াল সাইটে জানিয়েছে সাবস্ক্রিপশন তালিকা থেকে বাদ যাবে অ্যাপটি। অ্যাপটি হল গুগল ওয়ান ভিপিএন। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের পরিষেবা দিত এই বিশেষ অ্যাপটি। এবার থেকে আর সেই পরিষেবা পাওয়া যাবে না। গুগল ওয়ানের সাবস্ক্রিপশন যাদের রয়েছে, তারাও এই অ্যাপটি আর ব্যবহার করতে পারবেন না।

২০১৮ সালে শুরু হয়েছিল অ্যাপটির পরিষেবা। গুগল ওয়ানের সাবস্ক্রিপশন প্ল্যান ১.৯৯ ডলার থেকে ১৯.৯৯ ডলারের মধ্যে। এর মধ্যেই পাওয়া যেত ডার্ক ওয়েব মনিটরিং, গুগল ফটো এডিটিং টুল, ক্লাউড স্টোরেজ ও ভিপিএন সার্ভিস। একটু বেশি খরচের প্ল্যানের মধ্যে পাওয়া যেত অন্যান্য বেশ কিছু পরিষেবাও। কিন্তু এবার এই তালিকা থেকে বাদ পড়বে গুগল ওয়ান ভিপিএন।

কেন এই পরিষেবা বন্ধ হচ্ছে ? জেডিনেট সংবাদমাধ্যমকে গুগলের এক প্রতিনিধি জানান, বর্তমানে যে যে পরিষেবাগুলি বেশি করে ব্যবহার করছে মানুষ, সেগুলির উপরেই ফোকাস করছে গুগল। দেখা গিয়েছে, ওয়ান ভিপিএন-এর পরিষেবা সেভাবে কেউ ব্যবহার করছেন না। তাই এই পরিষেবাটি বন্ধ করে দেওয়া হচ্ছে।

ভিপিএন-র অর্থ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। আমাদের ফোনের নেটওয়ার্ক আমাদের সার্ভিস প্রোভাইডারের কাছে দৃশ্যমান। ফলে একজন তাঁর ফোনে কোন কোন সাইট ঘাঁটছেন, তাও চাইলে জেনে নিতে পারে সার্ভিস প্রোভাইডার সংস্থাটি। একই ঘটনা ওয়াইফাই সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রেও ঘটে। এমনকি পাবলিক ওয়াইফাইতে তো ঘটেই। এসবের থেকে সুরক্ষা দেয় ভিপিএন সার্ভিস। এটি কাল্পনিক ব্যক্তিগত নেটওয়ার্ক বানিয়ে দেয় ফোনে। ফলে কে কোন সাইট ঘাঁটছে, তা জানতে পারে না সার্ভিস প্রোভাইডার সংস্থাটি।