আগামী ২-৩ ঘন্টার মধ্যে ঝোড়ো হওয়া, ভারী বৃষ্টি বিভিন্ন জেলায়
ফের হলুদ সতর্কতা
ডেস্ক: রেমাল প্রভাব চলে যাওয়ার পর থেকেই বাড়ছিল গরম। এক ধাক্কায় অনেকটাই তাপমাত্রা বেড়ে গিয়েছিল বঙ্গে। তারই সঙ্গে আতঙ্ক ধরাচ্ছিল দিল্লি, বিহারের তীব্র তাপপ্রবাহের খবর। হঠাৎ করেই রাতে আকাশ ভেঙে বৃষ্টি, কড়কড় বাজ, আর ঝোড়ো হাওয়া । শুক্রবারও শহর জুড়ে বৃষ্টি নামার ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। IMD Kolkata- র আপডেট অনুসারে আগামী কয়েকঘণ্টা তুমুল বৃষ্টি নামবে রাজ্যের বিভিন্ন জেলায়। ভিজবে কলকাতা। তার সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া ।
ফের হলুদ সর্তকতা দেওয়া হলো আবহাওয়া দফতর থেকে। বঙ্গে বেশ কয়েকটি জেলায় চলবে তুমুল দুর্যোগ। বইবে ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সর্তকতা আছে। কলকাতা, বীরভূম, পশ্চিম বর্ধমান , দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামের কিছু কিছু জায়গাতে আগামী দু তিন ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকতে পারে। সাধারণ মানুষকে সুরক্ষিত জায়গায় থাকতে পরামর্শ দিল আবহাওয়া দফতর।
জুন মাসের ১থেকে ৪ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বলেই আবহাওয়া দফতরের পূর্বাভাস। বজ্র বিদ্যুৎ সহ দিনের বিভিন্ন হালকা মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ এবং কোথাও কোথাও ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বিবার হলুদ সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের তিনটি জেলাতে মূলত বীরভূম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান সেখানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে গরম এবং আদ্রতা জনিত অস্বস্তি থাকতে পারে বলে সতর্কতা দেওয়া হচ্ছে।