আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের ১১টি জেলায় !
ডেস্ক: হাইভোল্টেজ মঙ্গলবার। আজ ভোট গণনার সাথে সাথে আবহাওয়া কেমন হবে জেনে নিন , এরই মাঝে রাজ্য জুড়ে কোথাও মেঘলা আকাশ, কোথাও উঁকি দিচ্ছে রোদ, কোথাও কোথাও হালকা বৃষ্টিও হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দোসর হতে পারে ঝোড়ো হাওয়া। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা,দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। ঝড়-বৃষ্টি হবে কলকাতাতেও।
ঝড়-বৃষ্টির কারণে এদিন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের একাধিক জেলাতে আজ বৃষ্টির সম্ভাবনা। অধিকাংশ জেলাতেই রাতের দিকে বৃষ্টি হয়েছে। দিনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় .