ডেস্ক: ডায়মন্ড হারবার লোকসভায় রেকর্ড অভিষেকের। বলেছিলেন, ৫ লাখের মার্জিনে জিতবেন। সংবাদ মাধ্যমে জানা গেছে ,জিতলেন ৭ লাখ ৭ হাজার ৪২৫ ভোটে! দেশে রেকর্ড! জয়ের ব্যবধানে ‘দেশে সর্বোচ্চ’ মার্জিনে জয়ী অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা আসন এই ডায়মন্ড হারবার।
২০১৯ লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে জয়ী হন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। প্রাপ্ত ভোট ৭ লাখ ৯০ হাজার ৭২৫। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপির নীলাঞ্জন রায়। তাঁর প্রাপ্ত ভোট ৪ লাখ ৭০ হাজার ৪৭। ৩ লাখ ২০ হাজারেরও বেশি ভোটে জেতেন অভিষেক। তৃতীয় স্থানে থাকা সিপিআইএম-এর ড. ফুয়াদ হালিম পান মাত্র ৯৩ হাজার ৮৩৩ ভোট।
তৃণমূল- অভিষেক বন্দ্যোপাধ্য়ায়- ১০,৪৩,৪৯৩
বিজেপি- অভিজিৎ দাস (ববি)- ৩,৩৬,০৬৮
সিপিআইএম- প্রতীকূর রহমান- ৮৬,৫০৭
আইএসএফ- মজনু লস্কর- ২১,১০৯
” দেশে সর্বোচ্চ ” ভোটে জয়ী বলে জানানো এটা সরাসরি ভুল ” তথ্য , বলা যেতে পারে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ” ভোটে জয়ী।
মধ্যপ্রদেশের ইনডোর এর ভারতীয় জনতা পার্টির প্রার্থী শঙ্কর লালবানি ১,২২,৬৭৫১ ভোটে জয়ী হয়েছেন।
ভোপাল এ ভারতীয় জনতা পার্টির প্রার্থী আলোক শর্মা ৯,৮১,১০৯ ভোটে জয়ী।
যা থেকে প্রমাণিত কোন অভিষেক বন্দ্যোপাধ্য় ” দেশে সর্বোচ্চ “ভোট প্রাপ্ত করেনি।
হতে পারে ” পচিমবঙ্গের সর্বোচ ” ভোট প্রাপ্ত।