ডেস্ক: আজ জামাই ষষ্ঠী। দিনভর চলবে জামাই আদর। তবে যা ভ্যাপসা গরম! এমনিতেই গরমে হাঁসফাঁস অবস্থা। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় চলছে তাপপ্রবাহ। তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ। তবে এরই মাঝে খানিক স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দপ্তর।
তীব্র গরমে যখন গায়ে জ্বালা ধরেছে তারই মাঝে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ ও আগামীকাল গোটা দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হবে না হাওড়া, হুগলি, কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলায়।
শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন থেকে টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গেই। কলকাতা সহ একাধিক জেলায় বজ্রপাত সহ বৃষ্টি হবে শুক্রবার থেকে। ঝড়ের সতর্কতাও থাকছে। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। যার জেরে ফের একবার নামতে পারে পারদ।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ১৪ থেকে ১৭ জুন পর্যন্ত টানা ৩-৪ দিন বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। ইতিমধ্যেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আপাতত দুদিন দক্ষিণের কিছু জেলায় অস্বস্তি চরমে থাকবে। এর মধ্যে পশ্চিমের চার জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।
বাঁকুড়া, পশ্চিম বর্ধমান-সহ পশ্চিমের জেলায় সর্বোচ্চ ৪৪ ডিগ্রি পৌঁছতে পারে তাপমাত্রা। শনিবার থেকে তাপমাত্রা কমবে। উধাও হবে তাপপ্রবাহ। এদিন থেকে আর দক্ষিণবঙ্গের আর কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই গরম কমবে এক ধাক্কায়।
উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টি চলছেই। গতকালও বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে। আপাতত সেই সিলসিলাই জারি থাকবে। আজ থেকে ১৩ জুন পর্যন্ত আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী, এমনকি অত্যন্ত ভারী বৃষ্টির কড়া সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ঝড়ের সম্ভাবনাও রয়েছে।