ডেস্ক: সারা বছর শিবভক্তেরা আকুল আগ্রহে এই সময়টির দিকে চেয়ে বসে থাকেন। সারা বছরের মধ্যে মাত্র ৫২ দিনের একটা স্প্যান। এর মধ্যেই লক্ষ লক্ষ মানুষ যান অমরনাথগুহায় অমরনাথ শিবমূর্তি দর্শনে।
এবারে ২৯ জুন থেকে ২৯ অগাস্ট পর্যন্ত চলবে অমরনাথ দর্শন।
প্রথম দলটি ২৭ জুন তাদের যাত্রা শুরু করে ১ জুলাই পৌঁছবে অমরনাথ-সকাশে।
এর মধ্যেই চলছে প্রয়োজনীয় সমস্ত কাজ– রেজিস্ট্রেশন, নাম নথিভুক্তকরণ, মেডিক্যাল টেস্ট, কেওয়াইসি ইত্যাদি।
এবার ই-মিত্র কর্নার থাকছে। যারা দর্শনার্থীদের নির্বিঘ্নে অমরনাথ দর্শন করানোর জন্য প্রয়োজনীয় যাবতীয় পেপার-ওয়ার্ক করে দেবে।
২৯ জুন থেকে শুরু হয়ে এ বছর অমরনাথ যাত্রা রাখিবন্ধনের দিন পর্যন্ত চলবে।বন্ধ হবে ২৯ অগাস্ট। অমরনাথযাত্রা ও দেবদর্শন ভারতীয়দের মনে এক অপূর্ব ভাবের সঞ্চার করে। সকলেই চান, জীবনে যেন একবার ওই পুণ্যভূমি ছুঁয়ে আসা যায়!