ডেস্ক: আজ, বৃহস্পতিবারও একাধিক জেলায় বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে গরম কমার ইঙ্গিত নেই। তাপমাত্রায় সাময়িকভাবে সামান্য স্বস্তি আসতে পারে। আগামী কাল,শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে সঙ্গে তাপপ্রবাহেরও ইঙ্গিত আছে।
শনিবার পশ্চিমের তিন জেলা পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলায় তাপপ্রবাহ রীতিমতো ভোগাবে। সতর্ক করেছে আবহাওয়া অফিস।
গতকাল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার পাশাপাশি উত্তরের উপরের দিকের ৫ জেলায় ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজও। ভিজতে পারে মালদা এবং দক্ষিণ দিনাজপুর।
বর্ষা কবে প্রবেশ করবে বঙ্গে তা নিয়ে ইতিমধ্যে নিশ্চিত কিছু বলতে পারছে না আলিপুর আবহাওয়া। শুক্রবার কিছুটা দিশা দিতে পারে আবহাওয়া অফিস।
১৫ জুন শনিবার বৃষ্টি বাড়তে পারে। রবিবার থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টি বাড়বে।
বর্ষা প্রবেশ নিয়ে নির্দিষ্ট তথ্য না থাকলেও, আবহাওয়া দফতর মনে করছে, ২১ জুন থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে, সেই সপ্তাহে বর্ষা প্রবেশ করতে পারে দক্ষিণবঙ্গে । আবহাওয়ার পূর্বাভাস অনুসারে দক্ষিণবঙ্গে ২১ জুনের আগে খুব বেশি বৃষ্টিপাত হবে না।
আজ , বৃহস্পতিবার সকালে প্রবল গরম থাকলেও বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহর সতর্কতা রয়েছে। দুপুরের পর থেকে বেশ কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পা