ডেস্ক: আজ থেকে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে তাপমাত্রা কমবে। বাড়বে বৃষ্টির সম্ভাবনা। তবে আজও পশ্চিমের কিছু জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। ওদিকে উত্তরবঙ্গের দিকে নজর রাখলে দেখা যাবে তুমুল বৃষ্টি হচ্ছে সেখানের জেলা গুলিতে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে। তার আগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। আজ ১৭ জুন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কমবে তাপমাত্রাও।
আজ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। ভিজতে পারে কলকাতা ও সংলগ্ন এলাকাও। দক্ষিণবঙ্গের কোথাও ৪০-৫০ কিমি আবার কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের দাপট থাকতে পারে। তবে বিকেলের পর থেকে কমবে তাপমাত্রা। মঙ্গলবার থেকে আর তাপপ্রবাহের সম্ভাবনা নেই কোনো জেলাতেই।
ওদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে। ২০ তারিখ পর্যন্ত উত্তরের আলিপুরদুয়ার, কালিম্পং জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কয়েকটি জায়গাতে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলা গুলিতেও হালকা বৃষ্টি হবে।