বাড়বে সরকারি কর্মচারীদের বেতন !

ডেস্ক: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর রয়েছে । লোকসভা নির্বাচনের কিছুদিন আগেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। ফের একদফায় ৪% হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে। আগে ৪৬% হারে ডিএ পেতেন সরকারি কর্মীরা। সম্প্রতি তা বেড়ে হয়েছে ৫০ শতাংশ। এবার ফের একবার ডিএ বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।

নিয়ম অনুসারে, বছরে দু’বার নিজের কর্মীদের ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারিতে মহার্ঘ ভাতা ৫০ শতাংশে পৌঁছেছে। জুলাইতে ফের বাড়বে ভাতা।
১ জুলাই থেকে মহার্ঘ ভাতা সংশোধিত হবে অর্থাৎ ডিএ বৃদ্ধি করা হবে। যদিও সেপ্টেম্বর-অক্টোবরেই এই ঘোষণা করা হয়ে থাকে। তবে তা জুলাই থেকে কার্যকর করা হয়।

তবে এবার কত শতাংশ বাড়বে সেই নিয়েই তুঙ্গে উঠেছে জল্পনা। তবে ইতিমধ্যেই একাধিক রিপোর্ট দেখে মনে করা হচ্ছে, জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা একলাফে ৫% বাড়ানো হতে পারে। আবার সরকার গত বেশ কয়েকবার ধরে ক্রমাগত ডিএ ৪ শতাংশ করে বৃদ্ধি করে আসছে। এবারও অন্তত ৪ % ডিএ নিশ্চিত বাড়বে।

যদি ৪% ডিএ বৃদ্ধি পায় তাহলে ৭ম বেতন কমিশনের ভিত্তিতে বেতন পাওয়া কোনো সরকারি কর্মচারীর মূল বেতন ১৮ হাজার টাক হলে প্রতি মাসে ৭২০ টাকা মহার্ঘ ভাতা মিলবে, যা বার্ষিক বেতন ৮,৬৪০ টাকা বৃদ্ধি করবে।

যদি কারও মূল বেতন ২০ হাজার হয় তাহলে প্ৰতি মাসে তারা ৪০০ টাকা এবং প্রতি বছর ৯ হাজার ৬০০ টাকা বেশি পাবেন। একইভাবে, যদি মূল বেতন ৩০০০০ হয় তাহলে প্রতি মাসে ১২০০ টাকা এবং বার্ষিক ১৪,৪০০ টাকা পাবেন সরকারি কর্মচারীরা।

যদি ৫% ডিএ বৃদ্ধি করা হয়, তাহলে প্রাপ্ত মহার্ঘ ভাতার হার হবে ৫৫ শতাংশ। তবে সাধারণত অক্টোবর মাসে বা পুজোর আগে আগে দ্বিতীয় দফায় ডিএ বৃদ্ধি করে থাকে কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *