চিউয়িং গাম হজম হতে নাকি ৭ বছর লাগে ?

ডেস্ক: ভুল করে গিলে ফেললে নাকি সাত বছর টিকে যায় পেটে?
তাই চিউয়িং গাম নিয়ে মনে আতঙ্ক রয়ে গিয়েছে অনেকেরই। কিন্তু ভুল করে গিলে ফেললে কি সত্যিই হজম হতে সাত বছর সময় নেয় চিউয়িং গাম? কী বলছে বিজ্ঞান? ভুল করে যে বা যাঁরা চিউয়িং গাম গিলে ফেলেছেন, তাঁদের চিন্তার কারণ নেই। কারণ সাত বছর মোটেই পেটে থেকে যায় না চিউয়িং গাম।

অন্য আর খাবারের মতো, চিউয়িং গামও ৪০ ঘণ্টার মধ্যেই পেট থেকে বেরিয়ে যায় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে এখানেও রয়েছে ট্যুইস্ট।
চিকিৎসকরা জানিয়েছেন, ভুল করে গিলে ফেললেও চিউয়িং গাম হজম করতে পারে না মানুষ। চিউয়িং গামে যে উপাদান থাকে, তা পচিয়ে পেলতে যে এনজাইম প্রয়োজন, তা মানুষের শরীরে থাকে না।

তাই বলে চিউয়িং গাম পেটে থেকে যায় না। অন্ত্রের নালী হয়ে শরীর থেকে মলের আকারে বেরিয়ে যায়। গাম বেস নামের একটি কৃত্রিম পণ্য দিয়ে চিউয়িং গাম তৈরি হয়। রেজিন, ইমালসিফায়ার এবং সফ্টেনার থাকে এতে, যা হজম করার ক্ষমতা নেই মানুষের। চিউয়িং গামে মিষ্টিও মেশানো থাকে। পাশাপাশি হজমযোগ্য উপাদানও থাকে কিছু। সেগুলি হজম করে ফেলা যায় দিব্যি।

তাই চিউয়িং গাম গিলে ফেললেও ভয়ের কিছু নেই বলে মত চিকিৎসকদের। তবে একটি বা দু’টি চিউয়িং গাম গিলে ফেললে চিব্তার কারণ নেই।
বেশি মাত্রায় চিউয়িং গাম গিলে ফেললে বমি, কোষ্ঠকাঠিন্য, পেট ব্যথা, পেট ফুলে যাওয়ার মতো সমস্যা হতে পারে। আরও জটিল সমস্যাও দেখা দিতে পারে। কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *