হু হু করে দাম বাড়লো Jio রিচার্জ প্ল্যান এর!
ডেস্ক: জুলাই এর শুরু থেকেই দাম বাড়ল জিও-র রিচার্জ প্ল্যানের। শুধুমাত্র দৈনিক ২ জিবি ডেটা কিংবা তার থেকে বেশি ডেটার প্ল্যানগুলির ক্ষেত্রেই ইউজাররা পাবেন আনলিমিটেড ডেটা বা ইন্টারনেটের পরিষেবা। আগামী ৩ জুলাই, ২০২৪ থেকে জিও- র নতুন রিচার্জ প্ল্যানগুলি কার্যকর হবে। শুধু প্রিপেড নয়, খরচ বাড়ছে পোস্টপেড প্ল্যানের ক্ষেত্রেও। সম্প্রতি নতুন ৫জি রিচার্জ প্ল্যানের তালিকা প্রকাশ করেছে রিলায়েন্স জিও ইনফোকম।
একমাসের রিচার্জ প্ল্যান :-
১৫৫ টাকায় আগে ২ জিবি ডেটা পাওয়া যেত ২৮ দিনের জন্য। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ১৮৯ টাকা।২০৯ টাকায় আগে ২৮ দিনের জন্য পাওয়া যেত, প্রতিদিন ১ জিবি করে ডেটা। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ২৪৯ টাকা।
২৩৯ টাকায় প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যেত, ২৮ দিনের জন্য। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ২৯৯ টাকা।
২৯৯ টাকায় প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যেত। প্ল্যানের মেয়াদ ছিল ২৮ দিন। এই প্ল্যানের বর্তমানে দাম হয়েছে ৩৪৯ টাকা।
৩৪৯ টাকায় প্রতিন ২.৫ জিবি ডেটা পাওয়া যেত। প্ল্যানের মেয়াদ ২৮ দিন। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ৩৯৯ টাকা।
৩৯৯ টাকায় দৈনিক ৩ জিবি ডেটা পাওয় যেত মোট ২৮ দিনের জন্য। এই রিচার্জ প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ৪৪৯ টাকা।
দু’মাসের রিচার্জ প্ল্যান :-
৪৭৯ টাকায় ৫৬ দিনের জন্য প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পেতেন গ্রাহকরা। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ৫৭৯ টাকা।
৫৩৩ টাকায় ৫৬ দিনের জন্য প্রতিদিন ২ জিবি করে ডেটা পেতেন গ্রাহকরা। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ৬২৯ টাকা।
তিনমাসের রিচার্জ প্ল্যান :-
৩৯৫ টাকায় ৮৪ দিনের জন্য গ্রাহকরা পেতেন ৬ জিবি ডেটা। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ৪৭৯ টাকা।
৬৬৬ টাকায় প্রতিদিন ১.৫ জিবি করে ৮৪ দিনের জন্য ডেটা পেতেন ইউজাররা। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ৭৯৯ টাকা।
৭১৯ টাকার রিচার্জ প্ল্যানে ২ জিবি ডেটা পেতেন প্রতিদিন, মোট ৮৪ দিনের জন্য। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ৮৫৯ টাকা।
৯৯৯ টাকায় ৮৪ দিনের জন্য প্রতিদিন ৩ জিবি করে ডেটা পেতেন ইউজাররা। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ১১৯৯ টাকা।
বার্ষিক অর্থাৎ এক বছরের রিচার্জ প্ল্যান :-
এখন ১৫৫৯ টাকায় ২৪ জিবি ডেটা পাওয়া যায় ৩৩৬ দিনের জন্য। ৩ জুলাই থেকে এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে ১৮৯৯ টাকা।
২৯৯৯ টাকায় এতদিন গ্রাহকরা প্রতিদিন ২.৫ জিবি করে ডেটা পেতেন ৩৬৫ দিনের জন্য। এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে ৩৫৯৯ টাকা।
ডেটা অ্যাড অন প্ল্যান :-
এখন ১৫ টাকায় পাওয়া যায় ১ জিবি ডেটা। এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে ১৯ টাকা।
২৫ টাকায় পাওয়া যায় ২ জিবি ডেটা। এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে ২৯ টাকা।
৬১ টাকায় পাওয়া যায় ৬ জিবি ডেটা। এর নতুন খরচ হচ্ছে ৬৯ টাকা।
পোস্ট-পেইড রিচার্জ প্ল্যান:-
এখন ২৯৯ টাকায় পাওয়া যায় ৩০ জিবি ডেটা। এই প্ল্যানের নতুন খরচ হতে চলেছে ৩৪৯ টাকা।
৩৯৯ টাকায় পাওয়া যায় ৭৫ জিবি ডেটা। এর খরচ বেড়ে হচ্ছে ৪৪৯ টাকা।