ডেস্ক: উত্তরবঙ্গে টানা দুর্যোগ চলছে। এবার দক্ষিণবঙ্গের আবহাওয়াতেও বড় বদল আসতে চলেছে আগামী ৩ দিনে। মৌসুমী বায়ু ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় এবার ভাল বৃষ্টি পেতে পারে দক্ষিণের জেলাগুলিও। আগামী ৩ দিন, তুমুল বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিম, মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আপাতত ঘূর্ণাবর্তটি এগোচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে। উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি অবস্থান করছে। এর থেকে নিম্নচাপ সৃষ্টি হলে প্রবল বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবল ঘাটতির মধ্যেই আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বুধবার উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়।
দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
শুক্রবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং , আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুথড়ি জেলায়।