শনি – রবি প্রকৃতির তান্ডব অবশেষে !

নিম্নচাপের ভ্রূকুটি

ডেস্ক: বাংলায় বর্ষা প্রবেশ করা ইস্তক বড় খামখেয়ালি। নির্ধারিত সমস্যায় ভাসছে উত্তরবঙ্গ। কিন্তু এখনও দক্ষিণবঙ্গে পুরদস্তুর বর্ষার বৃষ্টি দেখা যায়নি বললেই চলে। তবে এবার দক্ষিণবঙ্গবাসীর অপেক্ষা কাটতে পারে। তবে আবহাওয়া দফতরের পূর্ভাবাস অনুসারে আজ, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গেও আবহাওয়া পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণের প্রায় সব জেলাতেই । তবে তা মোটেই ভারী বৃষ্টি নয়।

আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল। সেই নিম্নচাপের প্রভাবে শনিবার ও রবিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে।
রবিবার একুশে জুলাই। কলকাতায় বড় সভা তৃণমূলের। সেই দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেইড রেইন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আজ, শুক্রবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কমই। শনি থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। ফের বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গেও।

এরই মধ্যে পাহাড়ে বৃষ্টির বিরাম নেই। বৃষ্টি কিছুটা কমলেও,আপাতত থামার দিশা নেই উত্তরের ৫ জেলায়। ভয়াল রূপ নিচ্ছে তিস্তা। ভাঙছে রাস্তা। নামছে ধস।
পাহাড়ি নদীগুলির জলস্তর বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। জলমগ্ন হয়ে পড়েছিল একাধিক এলাকা। পাহাড়ি এলাকায় ধসও নামে। প্রভাবিত হয় জনজীবনও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *