আজ ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের ৫ জেলায় !

ডেস্ক: সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। এছাড়া সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। ২২, ২৩ জুলাই দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে অধিক বর্ষণের সম্ভাবনা।

মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায়। পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার থেকে ফের কমবে বৃষ্টি। তবে সপ্তাহভর বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ।.

বর্তমানে উত্তাল রয়েছে সমুদ্র। এর জেরে ২৩ জুলাই মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলীয় সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত বর্তমানে পূর্ব বিহার এবং সংলগ্ন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপরে রয়েছে।

উত্তরবঙ্গে হুড়মুড়িয়ে বাড়ছে গরম। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা কেবলমাত্র জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং জেলাতে। এছাড়া উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে উত্তরে আরও বর্ষণ কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।