কলকাতা থেকে হুগলী আজ ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে !

ডেস্ক: সপ্তাহের শুরুর দিনই বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আজ আরও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জেলায় জারি হয়েছে সতর্কতাও। আজ কোন কোন জায়গা ভিজবে?

আবহাওয়া অফিসের আপডেট অনুযায়ী মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি, পূর্ব বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এই সমস্ত জায়গায় ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই সমস্ত জেলায় ইতিমধ্যেই জারি হয়ে হলুদ সতর্কতা। এছাড়াও আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস।

আজ দিনভর আংশিক মেঘলা আকাশ থাকতে পারে কলকাতায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। যদিও ভারী বৃষ্টি হবে না। মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বহাল থাকবে আদ্রতাজনিত অস্বস্তি।

আজ উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। এই দুই জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এরপর আর ভারী বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা। আগামী ২৮ জুলাই পর্যন্ত উত্তবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।