দক্ষিণবঙ্গে কখন কোন জেলায় বৃষ্টি জানালো আবহাওয়া দপ্তর।

ডেস্ক: গত দু’দিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও চলছে। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে বর্ষণের দাপট কমবে দক্ষিণবঙ্গে।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী সাতদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার, বৃষ্টি হবে কলকাতা , হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।

এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছ পূর্ব মেদিনীপুর জেলায়। এছাড়া আজ দক্ষিণবঙ্গের অন্য কোথাও ভারী বৃষ্টি হবে না। তবে কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জুলাই বর্তমানে শেষের পথে। আবহাওয়া দপ্তর জানিয়েছে জুলাই মাসেও প্রচুর পরিমাণ বৃষ্টির ঘাটতি রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

আজ দিনভর কলকাতায় মেঘলা থাকতে পারে আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

আগামী সাতদিন উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।