দূর্গা পুজোর জন্যে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর !
ডেস্ক: দুর্গাপুজোর আগেই ক্লাবগুলির জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর। আগের বারের থেকেও বৃদ্ধি করা হল অনুদান। আগের বার থেকে ১৫ হাজার টাকা বৃদ্ধি। পুজোর জন্য ক্লাবগুলিকে ৮৫ হাজার করে অনুদান।
৭০ হাজার থেকে বেড়ে এবার পুজোর অনুদান ৮৫ হাজার। ৪৩ হাজারের বেশি ক্লাবকে ৮৫ হাজার করে সরকারি অনুদান । ২০২৫-এ পুজোর অনুদান ১ লক্ষ টাকা দেওয়া হবে, জানালেন মুখ্যমন্ত্রী। ফায়ার লাইসেন্স-সহ সমস্ত সরকারি ফি মকুবের ঘোষণা বহাল। বিদ্যুতের দামে ৭৫ শতাংশ ছাড়ের ঘোষণা মুখ্যমন্ত্রীর ।
২০২২ এ ছিল ৬০ হাজার। ২০২৩ এ বাড়ে আরও ১০ হাজার। দুর্গাপুজো কমিটিগুলোকে ৭০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয় ২০২৩ এ। এছাড়াও এবার দুর্গাপুজোর কার্নিভালের দিনক্ষণও জানিয়ে দিলেন মমতা। তিনি বলেন, ১৫ অক্টোবর দুর্গা পুজোর কার্নিভাল হবে এবছর।
এদিন কলকাতা পুলিশ ও পুরসভার যৌথ উদ্যোগে একটি প্রশাসনিক সভার আয়োজন করা হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সভামঞ্চ থেকে মমতা সাবধান করে দেন পুজো ক্লাবগুলিকেও। তিনি বলেন, ‘১১২ ফুটের পুজো করলাম, লেজারের খেলা করলাম। এতে তো অন্যের ক্ষতি হতে পারে, পদপিষ্ট হওয়ার আশঙ্কা থাকে। থানার মধ্যে সমন্বয় বাড়াতে হবে। আমার আনন্দ যেন অন্যের অসুবিধের কারণ না হয়। পুজোর সময় ক্যুইক রেসপন্স টিম তৈরি রাখতে হবে। ভিড় এড়াতে এন্ট্রি-এক্সিট আলাদাভাবে করার নির্দেশ মুখ্যমন্ত্রীর।
পাশাপাশি সুজিত বসুর পুজো নিয়েও ধমক দেন মমতা। তিনি বলেন, ‘মণ্ডপে মণ্ডপে চমক দেখাতে এমন কিছু করলাম, সব স্তব্ধ হয়ে গেল। একটা পুজোর জন্য সব বন্ধ হয়ে যায়, রাস্তা যেন চালু থাকে।’ শ্রীভূমি স্পোর্টিং নিয়ে ফের সুজিতকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।