ডেস্ক: মাত্র ১০৭ টাকায় বিএসএনএল নতুন প্রিপেড রিচার্জ প্ল্যানে আপনি পাবেন ৩৫ দিনের মেয়াদ। রয়েছে আরও একগুচ্ছ সুযোগ-সুবিধা। জিও, এয়ারটেল এবং ভোডাফোন একসঙ্গে প্রিপেড এবং পোস্টপেড রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পর অনেকেই আগ্রহ দেখাচ্ছেন বিএসএনএল- এর রিচার্জ প্ল্যানের দিকে। যাঁরা সস্তায় বিএসএনএল- এর প্ল্যান রিচার্জ করতে চাইছেন, তাঁরা ১০৭ টাকার এই প্রিপেড প্ল্যান দেখতে পারেন।
বিএসএনএল- এর ১০৭ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানের মেয়াদ ৩৫ দিন। অর্থাৎ একমাসের থেকে বেশি। ইউজাররা পাবেন মোট ৩ জিবি হাই স্পিডের ডেটা।
২০০ মিনিটের ফ্রি লোকাল, এসটিডি এবং রোমিং কলের (এমটিএনএল নেটওয়ার্ক সমেত) পরিষেবাও পাওয়া যাবে।
বিএসএনএল টিউনসের পরিষেবাও পাওয়া যাবে এই ৫০ দিন।
ডেটা এবং কলের ফ্রি মিনিট শেষ হলে কত খরচ পড়বে ইউজারদের
ভয়েস কলের ফ্রি মিনিট অর্থাৎ ২০০ মিনিট শেষ হলে লোকাল কলের জন্য প্রতি মিনিটে ১ টাকা এবং এসটিডি কলের জন্য প্রতি মিনিটে ১.৩ টাকা দিতে হবে ইউজারদের। ভিডিও কলের ক্ষেত্রে লোকাল এবং এসটিডি- র জন্য প্রতি মিনিটে ইউজারদের দিতে হবে ২ টাকা। ৩ জিবি হাই স্পিডের ডেটা শেষ হয়ে গেলে প্রতি এমবি ডেটার জন্য ২৫ পয়সা দিতে হবে ইউজারদের। এসএমএসের ক্ষেত্রে লোকাল এসএমএসে প্রতি মেসেজের জন্য ৮০ পয়সা, ন্যাশনালের ক্ষেত্রে প্রতি মেসেজে ১.২০ টাকা এবং আন্তর্জাতিক এসএমএসের ক্ষেত্রে প্রতি মেসেজে ৫ টাকা দিতে হবে ইউজারদের।
এই প্ল্যানের মেয়াদ পুরো একমাস। যেমন- আপনি যদি ২৭ জুলাই এই প্ল্যান রিচার্জ করেন তাহলে তা চালু থাকবে ২৭ অগস্ট পর্যন্ত। বিএসএনএল- এর ২২৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে ইউজাররা প্রতিদিন ২ জিবি ডেটা পাবেন। অর্থাৎ সারাদিন ভালভাবেই ইন্টারনেট সার্ফিং করার সুযোগ থাকছে গ্রাহকদের কাছে।
এছাড়াও থাকছে আনলিমিটেড কলিং- এর পরিষেবা। যেকোনও সংস্থার কানেকশনে আপনি ফোন করতে পারবেন। শুধু লোকাল নয়, এসটিডি- র ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই আনলিমিটেড কলিং পরিষেবা। এর পাশাপাশি প্রতিদিন ১০০ ফ্রি এসএমএস- এর সুবিধাও এই রিচার্জ প্ল্যানেই পাবেন ইউজাররা।