কলকাতা সহ এই জেলা গুলো ভাসবে জলের তোড়ে !

ডেস্ক: সপ্তাহ শুরু থেকেই ভারী বর্ষার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। সোমবার থেকেই বাড়বে বৃষ্টি। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সারদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে জেলায় জেলায় । সোমবার থেকে বৃষ্টি শুরু হলেও বৃষ্টি বাড়বে পরের দিকে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধ ও বৃহস্পতিবার। তুমুল বর্ষণ হবে বঙ্গের বেশ কয়েকটি জেলায়।

সপ্তাহের শুরুতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে বিক্ষিপ্ত ভাব। তবে বর্ষার টানা বৃষ্টির দেখা নেই । সোমবার থেকে কলকাতা শহরেও বাড়তে পারে বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবহঙ্গের জেলায় জেলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে শহরের উপকণ্ঠে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে শহরে। তবে সোমবারই ভারী বৃষ্টি হবে না।

আবহাওয়া দফতরের তথ্য অনুসারে, সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত। রাজস্থান থেকে বাংলার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে আরেকটি মৌসুমী অক্ষরেখা। জোড়া প্রভাবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।

আরও ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি থাকছে। অন্যদিকে, সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে।