শক্তিশালী নিম্নচাপে আবহাওয়ায় তুমুল বদল, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা!
ডেস্ক: অগাস্টের শুরুতেই আবহাওয়ায় বড় বদল। নিম্নচাপের চোখ রাঙানিতে তুমুল বৃষ্টির সতর্কতা জেলায় জেলায়। আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, ইউরোপিয়ান সেন্টার ফর মেট স্টাডিস মডেল অনুয়ায়ী বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর গভীর নিম্নচাপ তৈরি হতে চলেছে। এর প্রভাবে বৃহস্পতি এবং শুক্রবার প্রবল বৃষ্টি হতে পারে।
কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় এই বৃষ্টির দাপট চলবে। আজ ও শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং দুই ২৪ পরগনায় দিনের বিভিন্ন সময় হালকা বৃষ্টির মাঝে মধ্যেই ভারী এবং দিনের বাকি সময় মাঝারি বৃষ্টি এবং কয়েক দফা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আজ ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলাতে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। শনি এবং রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি বহাল থাকবে দক্ষিণের প্রায় প্রতিটি জেলায়। এই দুই দিন পশ্চিমের জেলা আনুপাতিক কিছুটা বেশি বৃষ্টি পাবে।
অন্যদিকে, উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং জেলাতে। উপরের দিকের পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার ভারী বৃষ্টি হবে পার্বত্য দুই জেলাতে। দার্জিলিং ও কালিম্পং এ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। শনিবার ভারী বৃষ্টি হবে পার্বত্য এলাকার উপরের দিকের পাঁচ জেলাতে। মধ্যে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে।
আজ সকাল থেকেই প্রধানত মেঘলা আকাশ। কালো মেঘের পরিমাণ আরও বাড়বে। দিনের যে কোনও সময় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতেই থাকবে। কলকাতার প্রায় সব এলাকাই বৃষ্টি পাবে। রাতের তাপমাত্রা সামান্য কমবে। দিনের তাপমাত্রা প্রায় একই থাকবে। বাতাসে ৯৫ শতাংশের কাছাকাছি জলীয় বাষ্প থাকায় বৃষ্টির আগে পরে ঘর্মাক্ত পরিস্থিতি থাকবে। বজায় থাকবে অস্বস্তিকর আবহাওয়া।
মৌসম ভবনের তরফে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে কিছুটা পশ্চিম দিকে সরে ওড়িশার বালাসোর হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঝাড়খন্ড ও বাংলাদেশে জোড়া ঘূর্ণাবর্ত। এই জোড়া ঘূর্ণাবর্ত পরস্পরের কাছাকাছি এসে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে নিম্নচাপ তৈরি করতে পারে।