আজও ভাসবে এই জেলা গুলি !

ডেস্ক: ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলা। তার জেরে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির জারি থাকবে। সকাল থেকেই শহর থেকে জেলা, বৃষ্টি থামার নাম নেই। বহু অপেক্ষার পর যেন শ্রাবণের আসল রূপ দেখল দক্ষিণবঙ্গবাসী। আর এর কারণ ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ।

আবহাওয়া দফতরের পূর্বাভা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। বাংলাদেশ থেকে উত্তরপূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে টানা বৃষ্টি।

কলকাতা সহ জেলায় জেলায় ভারী বৃষ্টি হবে দিনভর। তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে। অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পঙে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে বৃষ্টি-ভোগান্তি চলছেই। দুই দিন আগে বহু দিন পর ছোট গাড়ির জন্য এন এইচ ১০ খুলো গিয়েছে। কিন্তু বৃষ্টির দাপটে আবার ভেঙেছে রাস্তা। ধসের জেরে কালিম্পঙে ফের অবরুদ্ধ জাতীয় সড়ক। ভারী বৃষ্টির জেরে ১০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় নতুন করে ধস নেমেছে কালিম্পঙে। তার জেরে উনতিরিশ মাইল এলাকায় রাস্তা পুরোপুরি বন্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *