সকাল থেকে ঝড় – বৃষ্টির তোলপাড় দক্ষিণবঙ্গে !

ডেস্ক: নিম্নচাপের জেরে মুষলধারায় বৃষ্টি চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছে আজও সেই সিলসিলা জারি থাকবে। সোমবার ও মঙ্গলবারেও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিস তরফে।

আজ ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ডুববে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তালিকায় হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া। এছাড়াও বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের তৈরী হয়েছে নিম্নচাপ। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও ভারী আবার কোথাও অতিভারী বৃষ্টি হতে পারে। আগামী সাত দিন দক্ষিণবঙ্গের বৃষ্টির দাপট থাকতে পারে।

মঙ্গলবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। বাকি জেলাগুলিতেও কম বেশি বৃষ্টি চলবে। বুধবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণে।

বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। উত্তরবঙ্গেও সপ্তাহভর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং ও আলিপুরদুয়ারে। এছাড়া জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে।