কোন কোন জেলায় ভারী বর্ষনের সতর্কতা ?

ডেস্ক: উত্তর থেকে দক্ষিণ, বর্ষণ চলছে দু’দিকেই। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলাতেই অল্পবিস্তর বৃষ্টি হয়েছে । শুক্রবারও বজায় থাকবে সেই সিলসিলা। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই দিকেই বৃষ্টি হতে পারে। দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই উত্তরঙ্গের জেলাগুলিও বৃষ্টিতে ভিজতে পারে বলে খবর। উত্তরের কোনও কোনও জেলায় ভারী বৃষ্টি হতে পারে। মৎসজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কতা।

আবহাওয়া অফিস জানাচ্ছে, আজ দক্ষিণ ২৪ পরগণার কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল আবার উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। রবিবারও তুমুল বর্ষণ হতে পারে দক্ষিণ ২৪ পরগণায়। সেই সঙ্গেই ভিজতে পারে হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া।

বৃষ্টিপাতের এই ধারা আগামী ২৮ আগস্ট অবধি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যে কারণে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলির তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। টানা বৃষ্টির কারণে হাঁসফাঁস গরম থাকবে না বলেই অনুমান

এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আজ দার্জিলিংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গেই উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আগামী ২৮ আগস্ট অবধি উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।