গ্যাস থেকে আধার, ১ সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে একগুচ্ছ নিয়ম!
ডেস্ক: দেখতে শেষ হতে চলেছে জুলাই। আর সপ্তাহ খানেক পরেই শুরু হয়ে যাবে সেপ্টেম্বর। প্রত্যেক মাসেই বেশ কিছু নিয়মে বদল আসে। আগামী সেপ্টেম্বরেও এর ব্যতিক্রম হবে না। রান্নার গ্যাস থেকে শুরু করে আধার কার্ড, আগামী মাস থেকে একাধিক নিয়ম পরিবর্তন আসতে পারে।
বর্তমানে এদেশের অধিকাংশ হেঁশেলেই এলপিজি গ্যাস সিলিন্ডারে (LPG Gas) রান্না হয়। প্রত্যেক গৃহস্থালির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এটি। গত জুলাই মাসে গ্যাসের দাম একটু কমেছিল। আগস্টে ফের তা বৃদ্ধি পায়। সেপ্টেম্বর মাসে আমজনতাকে স্বস্তি দিয়ে গ্যাসের মূল্য কমতে পারে বলে আশা করছেন অনেকে।
সেই সঙ্গেই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে স্প্যাম কল নিয়ন্ত্রণ নিয়েও বড় পদক্ষেপ নেওয়া হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে মোবাইল ফোন ব্যবহারকারীদের স্প্যাম কল নিয়ন্ত্রণ করা হবে। ইতিমধ্যেই জিও, এয়ারটেল সহ একাধিক সংস্থাকে এই মর্মে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর।
সেপ্টেম্বর মাস থেকে HDFC ব্যাঙ্কের কার্ডে রিওয়ার্ড পয়েন্টেও লিমিট লাগানো হচ্ছে। জলের বিল, বিদ্যুতের বিলের মতো প্রয়োজনীয় পরিষেবার বিল পেমেন্ট করলে এবার থেকে একজন গ্রাহক সর্বাধিক ২০০০ রিওয়ার্ড পয়েন্ট পেতে পারেন। সেই সঙ্গেই আইডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড পেমেন্টের তারিখ ১৫ তারিখ করে দেওয়া হবে। এছাড়া ইউপিআই এবং অন্যান্য প্লাটফর্মে যদি RuPay ক্রেডিট কার্ড ব্যবহার করা হয়, তাহলে অন্য কার্ডের মতো একই রিওয়ার্ড পয়েন্ট প্রদান করা হবে।
আগামী মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়েও বড় সুখবর পেতে পারেন। অনেকদিন ধরেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। এখন জানা যাচ্ছে, শীঘ্রই ৩% হারে মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করতে পারে কেন্দ্র।
গ্যাস (LPG Gas), মহার্ঘ ভাতার পাশাপাশি আগামী মাসে আধার কার্ড সংশোধন নিয়েও নয়া আপডেট ঘোষণা করা হতে পারে। আগামী ১৪ সেপ্টেম্বর অবধি আধার কার্ডে কোনও ভুল থাকলে সেটা ফ্রি-তে সংশোধন করে নেওয়া যাবে। এরপর থেকে এর জন্য চার্জ গুনতে হতে পারে। এই নিয়ে নয়া কোনও ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।